পিনাকী রঞ্জন পাল, জলপাইগুড়ি : সন্ত্রাসের বিরুদ্ধে জেহাদ ঘোষণা উচিত বলে জানালেন
ডুয়ার্সের বিশিষ্ঠ সমাজসেবী ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে পরিচিত পদ্মশ্রী করিমুল হক।
বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় বর্বরোচিত জঙ্গিহানার ঘটনায় গোটা দেশের সাথে শোকার্ত করিমুল হক নিজেও।
জঙ্গিহানায় নিহত ভারতমাতার বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার শান্তি কামনায় এক অনুষ্ঠানে নিজের ভেতরে থাকা ক্ষোভ উগরে দিলেন ফেসবুক লাইভের মাধ্যমে।
তিনি জানিয়েছেন, আমাদের দেশে নানা জাতি নানা ধর্ম থাকতেই পারে কিন্তু তাই নিয়ে অন্য দেশের চোখ রাঙ্গানো সহ্য করবো না। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে এক হয়ে জাতি ধর্ম ভাষা নির্বিচারে জেহাদ ঘোষণা করা উচিত বলে তিনি জানিয়েছেন। নিচের ভিডিওতে শুনে নিন করিমুল হকের বক্তব্য।