নিজস্ব প্রতিনিধি: আজ একটা ক্যাণ্টার ও ট্যুরিস্ট সাফারি গাড়ির মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন দশ জন পর্যটক । ঘটনাটি ঘটেছে আজ সকাল সাতটা নাগাদ মাদারিহাট জলদাপাড়া লজের সামনে।
জঙ্গল সাফারি করে একটি সাফারি কার জলদাপাড়া লজে ফিরে আসছিল। ঠিক সেই সময় 31 নং জাতীয় সড়কে জলদাপাড়া লজের সামনে একটি ক্যাণ্টার ট্যুরিস্ট গাড়িটিকে ধাক্কা মারে।
এতে ওই গাড়ির দশজন আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশাঙ্কাজনক। তাঁদের প্রথমে মাদারিহাট হাসপাতাল ও পরে বীরপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে তাদের শিলিগুড়ি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে ।
জানা গিয়েছে এই ট্যুরিস্ট দলটি উত্তর চব্বিশ পরগণা এম আর কলেজ অব এডুকেশন থেকে এখানে এসেছে এডুকেশনাল ট্যুরে ।