নিজস্ব সংবাদদাতা, নদীয়া : গোপন সূত্রে খবর পেয়ে প্রায় লক্ষাধিক টাকার জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করল নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বুধবার রাতে কৃষ্ণনগর করিমপুর রোডের জাভা বাস স্ট্যান্ড থেকে ব্যাগভর্তি জাল পাঁচশো টাকার নোট সহ আহমেদ দার ও আশরফ শেখ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে প্রায় ৯৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।