মদনমোহন সামন্ত : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুরঞ্জন দাস আজ মঙ্গলবার 5 মার্চ আবার তাঁর কাজে যোগ দিলেন । গত 19 শে ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির বৈঠক উপলক্ষ করে ছাত্রছাত্রীদের দাবি দাওয়া সংক্রান্ত আন্দোলনের জেরে উপাচার্য অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করতে হয় ।
13 দিন পর আজ আবার তিনি কাজে যোগ দিয়ে অন্যান্য পদাধিকারীদের সঙ্গে বৈঠক করছেন। আজ আবার কর্মসমিতির বৈঠক আছে। উপস্থিত সাংবাদিকদের তিনি জানিয়েছেন, তিনি সুস্থ আছেন, সুস্থ না থাকলে তিনি কাজে যোগ দিতেন না। তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ছাত্রছাত্রীদের আন্দোলন বিষয়ে প্রশ্ন করা হলে বলেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে আন্দোলন করছে সেখানে তাঁর কিছু বলার নেই। তিনি পিছনে ফিরে তাকাতে চান না। ছাত্রছাত্রীরা আলোচনার জন্য তাঁর কাছে আসতে চাইলে সব সময় স্বাগত জানাচ্ছেন।