মদনমোহন সামন্ত : শনিবার এবং রবিবার দুদিন ছুটি থাকার পর আগামীকাল সোমবার থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় আবার চালু হচ্ছে ।
আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা রবিবার সন্ধ্যা থেকেই নতুন করে প্রস্তুতি নিচ্ছে তাদের দাবির প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত কি হবে তা জেনে পরবর্তী পদক্ষেপ নেওয়ার।
আগামীকাল সোমবার বিকেল তিনটেয় তাদের দেওয়া 72 ঘণ্টার চূড়ান্ত সময়সীমা শেষ হচ্ছে। সেই সময়ের মধ্যে কর্তৃপক্ষের তরফে কোনরকম আশ্বাস না পেলে ছাত্র-ছাত্রীরা বড় ধরনের আন্দোলন এর দিকে এগোনোর ভাবনাচিন্তা করছে।
রাত্রে নতুন করে পোস্টার লেখা শুরু করেছে তারা। কোমর কষে বড় লড়াইয়ের দিকে যেতে হতে পারে ধরে নিয়েই তৈরি হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্র-ছাত্রীরা । আবার উত্তাল হতে চলেছে যাদবপুর।