বেঙ্গলওয়াচডেস্ক : রামপুরহাটের বগটুই গ্রামে এসে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলছেন। গত সোমবার রাতে যে গ্রামে কমপক্ষে আটজনকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। সেখান থেকে রামপুরহাটে যেতে পারেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যাইয়ের নির্দেশ সারা বাংলায় তল্লাশি চালাতে হবে। যেখানে বোমা তৈরি করা হচ্ছে, যন্ত্রপাতি আছে, তা উদ্ধার করা করতে হবে। ক্ষতিগ্রস্তদের বাড়ি সারাইয়ের জন্য দু’লাখ টাকার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর কোটা থেকে ১০ জনের পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে। প্রথম বছর ১০,০০০ টাকা করে দেওয়া হবে।
এক বছর পরে স্থায়ী চাকরি দেওয়া হবে। এমনভাবে সাজাতে হবে কেস পরিবার, পড়শিদের সঙ্গে। কোনও কথা শুনতে চাই না। একে পেলাম না, ওকে পেলাম না। ওখানে পালিয়ে গিয়েছে। যেখান পালিয়ে গিয়েছে, সেখান থেকে গ্রেফতার করে আনতে হবে। ‘আমাদের ব্লক সভাপতি আনারুল শেখকে গ্রেফতার করতে হবে। আনারুলকে জানানো সত্ত্বেও পুলিশকে পাঠায়নি। ওকে অ্যারেস্ট করে দেখতে হবে, কেন পুলিশ পাঠানো হয়নি।’ রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা জানান, আনারুলকে আত্মসমর্পণ করতে হবে।#