নিজস্ব প্রতিনিধি : গতকাল বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বিষ্ণুপুর গ্রামের যুবকবৃন্দের পক্ষ থেকে বিকেলে মোমবাতি হাতে নিয়ে মৌনমিছল বের করে।
এই মিছিলের মূল উদ্দেশ্য ,গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরে জঙ্গী হানায় নিহত বীর জাওয়ানদের আত্মার শান্তি কামনার জন্য। এই মিছিলে ৮ থেকে ৮০ বয়সের যুবক-যুবতী পা মেলান।
বিষ্ণুপুর ষষ্ঠীতলা থেকে মৌনমিছিল শুরু করে গোটা গ্রাম প্রদক্ষিণ করে পুনরায় সেখানেই উপস্থিত হয় তারপর সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের কুশপুতুল দাহ করা হয় । সকলের হাতে প্যাকার্ড ও মোমবাতি ছিল।