নিজস্ব প্রতিনিধি: গ্রিন সিটি মিশন এর বরাদ্দ ১ কোটি ৩২ লাখ ৬৭ হাজার ৩১০ টাকায় তৈরি হচ্ছে আইসল্যান্ড পার্ক। এশিয়ান হাইওয়ে-২ এর সংযোগস্থল ও বর্ধমান রোড এর নৌকাঘাটে তৈরি করা হচ্ছে এই পার্কটি।
গত বছর শেষের দিকে এই পার্কের জন্য টাকা বরাদ্দ হয় রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প গ্রিন সিটি মিশন থেকে। এই বছর জানুয়ারি ২৩ তারিখে পাহাড়ে এসে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই পার্কের কাজের সূচনা করেন।
পাহাড়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়েই তার শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। তারপর থেকেই জোর কদমে কাজ চলছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ এই কাজ হাতে নিয়েছে। খুব শিগগিরই পার্কের কাজ শেষ হয়ে যাবে।
বাহারি আলো দিয়ে সাজানো এই পার্কের মূল আকর্ষণ হবে ছয়টি ঝরনা। রাতের বেলা মায়াবী পরিবেশ তৈরি হবে সেখানে। এর পাশাপাশি বাহারি গাছ ও চেকার টাইলস দিয়ে সাজানো হবে। সবুজায়নে সেজে উঠবে এই পার্কটি বলে জানিয়েছেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। পাশাপাশি পর্যটনমন্ত্রী গৌতম জানিয়েছেন একাধিক পরিকল্পনাও রয়েছে সবুজকে সামনে রেখেই।