মদনমোহন সামন্ত : আজ শনিবার রিপন স্ট্রিটের ক্রান্তি প্রেসের লোকায়ত সভাগৃহে   লইয়ার্স ফর সোশ্যাল জস্টিস অ্যান্ড হিউম্যান রাইটস প্রথমবার এক আলোচনাসভার আয়োজন করে।

আলোচনাসভার বিষয়বস্তু ছিল– “বর্তমান পরিস্থিতিতে মানবাধিকার”। আলোচনাসভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিচারপতি অশোক কুমার গাঙ্গুলী, মানবাধিকারকর্মী সুজাত ভদ্র, সোশ্যাল জাস্টিস পত্রিকার সম্পাদক সুজন ভট্টাচার্য এবং আহ্বায়ক দিবাকর ভট্টাচার্য ।

এটি আইনজীবীদের এমনই একটি মঞ্চ যেখান থেকে তাঁরা যে কোনওরকম মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন — জানালেন আহ্বায়ক দিবাকরবাবু ।

সুজয়বাবু তাঁর বক্তব্যে জানান — জাতিদাঙ্গা আগেও হয়েছে ।গত কয়েক বছরে এ বিষয়ে নতুন অন্ধকার ঘনিয়ে এসেছে। মানুষের চিন্তাজগতে এমন আক্রমণ চলেছে যাতে মানুষ তার মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে।

অশোকবাবু বলেন — মানুষের অধিকারের সংজ্ঞা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। সভ্যতার অগ্রগতির সঙ্গে , মানুষের জীবনের সঙ্গে, জন্মগত অধিকারই অবিচ্ছেদ্য মানবাধিকার। বিভেদ সৃষ্টি করাটাই মানবাধিকারের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। পাকিস্তানের সাধারণ মানুষ আমাদের দেশের মানুষের মতোই সন্ত্রাসবাদ চায় না।

সুজাত ভদ্র’র অভিযোগ , “মুখ্যমন্ত্রীর নিজের হাতে আইন ভাঙছেন”। সাম্প্রতিক মেট্রো চ্যানেলে অবস্থানএর উদাহরণ দিয়ে তার অভিযোগ প্রমাণ করতে চান । এছাড়াও বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলার চেষ্টা করেন , “আইন আইনের পথে চলে না, রাজনৈতিক প্রভাব মুখ্য ভূমিকা গ্রহণ করে “। কেন্দ্র সরকারও এত বছরের সংস্কৃতিকে ভেঙে দিতে চাইছে ।

আলোচনাসভায় অংশ নিয়েছেন নানা প্রান্ত থেকে আসা বিভিন্ন সংগঠন। আহ্বায়ক দিবাকরবাবু জানান, এ ধরনের সেমিনার জেলায় জেলায় আগামী দিনে ছড়িয়ে দেওয়া হবে ।সেখানে অংশগ্রহণ করবেন বিশিষ্ট মানুষজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here