নিজস্ব প্রতিনিধি : আজ মঙ্গলবার পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর। ঘটনায় আহত আরও এক পরীক্ষার্থী।
মুর্শিদাবাদের জলঙ্গী থানার বাসুদেবপুর এলাকার ঘটনা। মৃত ছাত্রের নাম সুব্রত সাহা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলঙ্গী থানার রথপাড়া গ্রামের বাসিন্দা ওই ছাত্রের উচ্চমাধ্যমিক পরীক্ষার সিট পড়েছিল সীতানগর হাইস্কুলে।
মোটর বাইকে চেপে সুব্রত সাহা ও বিট্টু শর্মা নামে দুই ছাত্র পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে স্থানীয় বাসুদেবপুর এলাকায় একটি মোটরভ্যান বাইকে ধাক্কা মারলে ছিটকে পড়ে যায় ওই দুই ছাত্র।
স্থানীয়দের বাসিন্দাদের তৎপরতায় আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে বছর সতেরোর সুব্রত সাহা নামে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। অপর পরীক্ষার্থী বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
দুর্ঘটনার পর ঘাতক মোটরভ্যানটিকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। ঘটনায় মৃত ও আহত পরীক্ষার্থী স্থানীয় ফরিদপুর উচ্চবিদ্যালয়ের ছাত্র ছিল বলে জানা গিয়েছে।