মঙ্গলবার দুপুরে হাওড়ার বি গার্ডেন থানার দানেশ শেখ লেনে বাজি পোড়ানো দেখতে গিয়ে পুলিশের হাতে বেধড়ক মার খেয়ে হাসপাতালে ভর্তি হতে হল মাধ্যমিক পরীক্ষার্থীকে।
গুরুতর জখম অবস্থায় ওই ছাত্রকে দক্ষিণ হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রটির নাম স্নেহাল সরকার।সে নব নালন্দা বিদ্যালয়ে পড়েএদন দুপুর দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে। অভিযুক্ত তিন পুলিশ কর্মীরা হল মুকুল সর্দার, মনোজ বাগদা, আশীষ দাস। তাদের বিরুদ্ধে বি গার্ডেন থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার।
পুলিশ যদিও পরে এই ঘটনায় ভূল স্বীকার করেছে। তবে ওই পুলিশ কর্মীদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।