নিজস্ব প্রতিনিধি : শুক্রবার দুপুরে হাওড়ার বেলুড় থানার লিলুয়া আনন্দ নগরের নতুন পল্লীর 12নং গলিতে একটি ভেরীতে আগুন লাগালে তা হাওয়ায় হুহু করে ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটে পালিয়ে যায়।
বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার বের করে দেয় আতঙ্কে।পরে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ করে ।