শুভাশিস দত্ত : অজস্র ফুলের গন্ধে ভাসলো হাওড়া শহর. মঙ্গল প্রদীপ জ্বালিয়ে চতুর্থ হাওড়া ফুল মেলা উদ্বোধন করলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷
. উপস্থিত ছিলেন সমবায় মন্ত্রী শ্রী অরূপ রায়. সহ আরো অনেক বিশিষ্ট ব্যক্তিগণ. আয়োজনে হাওড়া বৃক্ষ ও পুস্প প্রেমী সংগঠন৷
. প্রথম দিনে উপচে পড়া মানুষের ঢল চোখে পড়ার মতো.মেলা চলাকালীন থাকবে সংকৃতিক অনুষ্ঠান. ফুল মেলা চলবে আজ থেকে 13জানুয়ারী পর্যন্ত.