শুভাশীষ দত্ত : বুধবার ভারত বন্ধের দ্বিতীয় দিনে হাওড়ায় বন্ধে কোনো সাড়াই মিলল না ।
সকাল থেকেই হাওড়া বাসস্টান্ড ,হাওড়া স্টেশন ,ফেরিঘাট সহ সর্বত্রই ছিল স্বাভাবিক ছন্দে ।কোথাও কোনো বন্ধের লক্ষন দেখা যায় নি।
শিল্পাঞ্চল থেকে অফিস কাছারি সর্বত্রই ছিল স্বাভাবিক হাজিরা।
বন্ধ সমর্থকদের এদিন মাঠেই দেখা যায় নি ।কার্যত বন্ধ কে উপেক্ষা করে স্বাভাবিক ছন্দে চলেছে হাওড়া৷