বিশ্বজিৎ রায়, হাওড়া : বুধবার সন্ধ্যায় হাওড়ার শিবপুরে বিজেপির একটি সভায় কয়েকশো তৃণমূল সমর্থক বিজেপি তে যোগ দিলেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যে আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে বি জে পির নিজস্ব প্রতিরোধ বাহিনীর কথা বললেন মুকুল রায়।
এদিন তিনি বলেন রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে। এদের পাশে দাঁড়াতে প্রতিরোধ বাহিনী তৈরী করা হবে।
এরাই আক্রান্ত বি জে পি কর্মীদের আক্রমনের প্রতিরোধ তৈরী করবেন। মুকুল রায়ের এ হেন মন্তব্য রাজনৈতিক ভাবে বিশেষ তাৎপর্যপূর্ন বলেই মনে করছে রাজনৈতিক মহল।