নিজস্ব সংবাদদাতা : হাওড়া পুরসভার ৪১৯ জন অস্থায়ী কর্মী কে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। গত আটমাস ধরে এসব অস্থায়ী কর্মীরা পুরসভায় কাজ করলেও তারা কোনো বেতন পাননি।
দিনের পর দিন তারা পুর কমিশনারের ঘরের সামনে বিক্ষোভ দেখান । শুক্রবার দুপুরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর এর দ্বিতীয় বৈঠক হয়। মিটিং এ উপস্থিত ছিলেন অনগ্রসর ও আদিবাসী উন্নয়নমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, সমবায় মন্ত্রী অরূপ রায়, ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা , প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী ও পুর কমিশনার বিজিন কৃষ্ণা।
এক ঘণ্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে ।পুরসভার অস্থায়ী কর্মী নিয়োগের সীর্ধান্ত র নগর উন্নয়ন দপ্তর এ পাঠানোর পাশাপাশি , আগত বর্ষার নিকাশি ব্যবস্থা নিয়ে আলোচনা হয় উক্ত মিটিংয়ে। পুর কমিশনার বিজিন কৃষ্ণা জানান পুরো এলাকায় যে সমস্ত জায়গায় জল জমার সমস্যা রয়েছে সেখানে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে এবছর যাতে জল না জমে।