নিজস্ব প্রতিনিধি :শনিবার ভোরে হাওড়ার বাগনান থানা এলাকার চন্দ্রপুরে ছয় নং জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের পিছনে ধাক্কা মারে উত্তর প্রদেশ থেকে সাগরযাত্রী বোঝাই একটি বাস।po
এই ঘটনায় কমপক্ষে তিরিশ যাত্রী জখম হয় ।স্থানীয় ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে বাগনান হাসপাতালে পাঠায় ।
এদের মধ্যে কয়েকজন শিশু ও মহিলাও রয়েছে ।চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে