নিজস্ব প্রতিনিধি : এই দিনটি বেলুড় রামকৃষ্ণ মঠের তরফ থেকে ৩৫তম জাতীয় যুব দিবস হিসেবে পালিত হচ্ছে।
এই উপলক্ষে সকাল থেকেই বেলুড় মঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন বৈদিক মন্ত্রোচ্চারণ ও সমবেত সংগীত অনুষ্ঠিতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
সকালে বেলুড় মঠের প্রশিক্ষণ কেন্দ্রের ব্রহ্মচারীগণ এই সমবেত সঙ্গীত এবং বৈদিক মন্ত্রপাঠে অংশগ্রহণ করেন। সকালে স্বামীজীর ছবি নিয়ে প্রভাতফেরী হয় মঠ প্রাঙ্গনে।
এরপর উদ্বোধন সংগীত পরিবেশন করেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্ররা। বৈদিক মন্ত্রপাঠে অংশ নেন বিবেকানন্দ বিদ্যালয় বেলুড় মঠের ছাত্ররা। এরপর বাংলায় প্রস্তাবনা হয়।
এতে অংশ নেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের তরফে স্বামী শান্তেশানন্দ মহারাজ। স্বদেশ মন্ত্রপাঠে অংশ নেন রামকৃষ্ণ মিশন শিল্পায়তনের ছাত্ররা।
এরপর সংগীত, গীতিআলেখ্য, সেতারবাদ্য, কবিতালেখ্য, সভাপতির ভাষণ, যোগব্যায়াম প্রদর্শন, সমাপ্তি সংগীত সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই বেলুড় মঠে অগণিত মানুষ ভিড় জমিয়েছেন।