নিজস্ব প্রতিনিধি : গোপন সূত্রে খবর পেয়ে মধুচক্রের আসর থেকে হাতে নাতে ধরা পড়ল ৭ জন যুবকযুবতী সহ এক গৃহবধু। এই ঘটনার জেরে এলাকায় আলোড়ন ছাড়ায়। এদেরকে ধরা হয়েছে  উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বটতলা মোড় বিদ্যুৎ দপ্তর এর পাশ্ববর্তী এলাকার জৈনিক বাসিন্দা অনীল বসাকের বাড়ি থেকে।

অভিযোগ বাড়ির ভিতরে ছোট ছোট ঘর করে এই দীর্ঘদিন ধরে এই ব্যাবসা চালাতো বাড়ির মালিক । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেই বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হানা দিলে সেই বাড়ি থেকে দুই কলেজ ছাত্রী, এক স্কুল ছাত্রী, এক গৃহবধু সহ তিন যুবকে আটক করেছে।

বাকী আর এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। এই বিষয়ে অভিযোগ করে এলাকার ব্যাবসায়ী ভক্ত কর্মকার জানায়, এখানে দীর্ঘ দিন ধরে এই দেহ ব্যাবসা চালিয়ে আসছিল।

আগেও এক বার পুলিশ এই বাড়ি থেকে দেহ ব্যাবসার আসর বানচাল করে। বাড়ির মালিকে ধরে নিয়ে যায়। কিছু দিন এই ব্যাবসা বন্ধ ছিল। আবার কিছু দিন ধরে এই ব্যাবসা চালাচ্ছিল। আজকে পুলিশ এসে ৭ জন যুবকযুবতী সহ এক গৃহবধুকে ধরে নিয়ে যায়। একজন পালিয়ে গেছে।

ইটাহার থানার পুলিশ সূত্রে জানা গেছে, আজকে ইটাহারের বটতলা মোর বিদ্যুৎ দপ্তর এর পাশ্ববর্তী অনীল বসাকের বাড়ি থেকে ৭ জনকে আটক করা হয়েছে। যে বাড়িতে এই ব্যাবসা অভিযোগ এসেছে তা তদন্ত করে এই ব্যাবসা বন্ধ করে উপযুক্ত ব্যাবস্থা নেওয়া পুলিশের পক্ষ থেকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here