নিজস্ব প্রতিনিধি, কালিয়াচক : শ্বশুরবাড়ির অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল এক গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় শুক্রবার বিকালে মালদার কালিয়াচক থানার আলীনগর গ্রাম পঞ্চায়েতের নবীনগর নয়াগ্রাম এলাকায়।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে কালিয়াচক থানায় নিয়ে আসে । শনিবার ম্যাজিস্টেট তদন্তের পর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
জানা গেছে মৃত গৃহবধূর নাম আজিজা সুলতানা ।বয়স ১৯ । একবছর আগে পাশের গ্রামে নবীনগর বৈরগাছির মাবুদ সেখ (২৪) র সঙ্গে তার বিয়ে হয়। পেশায় ভিনরাজ্যের শ্রমিক। বিয়ের পর থেকে বেশির ভাগ সময় তার স্বামী ভিনরাজ্যে থাকে ।
মৃতার পরিবারের অভিযোগ বিয়ের পর থেকে তার শাশুড়ি সাজেনুর বিবি ও ননদ সমিমা দুইজনে তার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাত । এই ঘটনায় দুইজনের নামে লিখিত অভিযোগ করে মৃতার পরিবার । তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ ।