নিজস্ব প্রতিনিধি, কোচবিহার : নির্দিষ্ট সময়ের আগেই রোগী না দেখেই বহির্বিভাগে কর্তব্যরত শিশুরোগ বিশেষজ্ঞের হাসপাতাল ছেড়ে বেরিয়ে যাওয়ার অভিযোগ তুললেন রোগীর আত্মীয়রা। এটা নাকি প্রায়ই হয়।
আজ সকালে এমনটাই ঘটনা ঘটেছে কোচবিহার গভমেন্ট গভর্মেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। রোগীদের আত্মীয় পরিজনেদের মধ্যে মঞ্জু রায়, মল্লিকা দে, গোপাল দে প্রমুখ অভিযোগ করে বলেন, আজ সকালে অসুস্থ শিশুকে ডাক্তার দেখাতে আসি।
লম্বা লাইন দিয়ে টিকিট কেটে এসে ডাক্তারের ঘরের সামনে এসে দেখি নির্দিষ্ট সময়ের আগেই ওই ডাক্তারবাবু হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেছেন। তাঁরা আরও অভিযোগ করে বলেন, দুপুর দুটো পর্যন্ত আউটডোরে রোগী দেখার সময়।
কিন্তু এখানে এসে জানতে পারি ওই চিকিৎসক দুপুর দেড়টার মধ্যেই হাসপাতাল ছেড়ে বেরিয়ে গেছেন। হাসপাতালে আসা রোগীর আত্মীয়রা আরও অভিযোগ করে জানান, অনুসন্ধান কেন্দ্রে গেলে তাঁরা অন্য কাউন্টারের কথা বলেন।
সেখানে গিয়েও কোন চিকিৎসকের দেখা পাওয়া যায়নি বলে অভিযোগ। রোগীকে ডাক্তার না দেখিয়েই বাড়ি ফিরে যেতে হয় বলে রোগীর আত্মীয়দের অভিযোগ।
মেডিকেল সুপার রাজীব প্রাসাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর সাথে যোগাযোগ করা যায়নি।