মদনমোহন সামন্ত : আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শোভারাম বসাক স্ট্রিটে “প্রাক-হোলি মিলন উৎসব”-এর আয়োজন করা হয়েছিল । উৎসব উদ্বোধনে ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক স্মিতা বক্সী, সঞ্জয় বক্সী সহ অন্যান্যরা।
উৎসব উদ্বোধন করে মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁর বক্তব্যে জানান, যখন মানুষে মানুষে মিলন হয় , মেলামেশা হয়, পরস্পর পরস্পরের কুশল মঙ্গল আদান-প্রদান হয় তখনই আসল হোলি হয় ।
তিনি বলেন, হৃদয়ের সঙ্গে হৃদয়ের মিলন হল হোলি। তিনি গর্বের সঙ্গে বলেন, ভারতবর্ষ বিভিন্ন রঙের দেশ । আমরা সবাই মিলে এক হয়ে চলি ।
সেইসঙ্গে তিনি বলতে ভোলেননি — কোনও কোনও রাজনৈতিক দল দেশের রংগুলিকে আলাদা আলাদা ভাগে ভাগ করে দিতে চাইছে । ইঙ্গিত কার দিকে এবং কেন তা স্পষ্ট।