গৌরনাথ চক্রবর্ত্তী,৩০ জানুয়ারী : স্পেন সফরের চার ম্যাচের সিরিজের তৃতীয় ম্যাচে ভারতীয় মহিলা
হকি দল ৫-২ গোলে জিতল স্পেনের বিরুদ্ধে মঙ্গলবার। ম্যাচের শুরুতেই স্পেন গোল করে এগিয়ে যায়। গোল করেন স্পেনের বাট্টা বনাস্ত্র।
পিছিয়ে পড়েও লড়াইয়ে হাল ছাড়েনি ভারত। খেলার ১৭ মিনিটে ৫৮ মিনিটে দুটি গোল করেন ভারতের লালরেম সিয়ামি। নেহা গোয়েল, নবনীত কৌর ও রানি একটি করে গোল করেন।
সফরের প্রথম ম্যাচে ভারতীয় মহিলা হকি দল ২-৩ গোলে পরাজিত হয়েছে স্পেনের কাছে।দ্বিতীয় ম্যাচটি উভয় দলের মধ্যে ১-১ গোলে অমিমাংশিত ভাবে শেষ হয়।
সফরের তৃতীয় ম্যাচে ভারত ৫-২ গোলে জেতায় সিরিজ এখন ১-১ অবস্থায় দাঁড়িয়ে। সিরিজের চতুর্থ ম্যাচটাই হচ্ছে ফাইনাল।