গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ সাম্প্রদায়িক, সম্প্রীতির অনন্য নজির এক ছাদের তলায় একসাথে ১০১ জন হিন্দু-মুসলিম পাত্র-পাত্রী গণবিবাহ অনুষ্ঠান অনুষ্ঠিত হল।
বর্ধমানের কাঞ্চননগরে কাঞ্চননগর কালীমন্দির গণবিবাহ কমিটির উদ্যোগে, খোকন দাস মহাশয়ের পৌরহিত্যে অনুষ্ঠিত হল হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের ১০১ জোড়া দম্পত্তির গণবিবাহ শনিবার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ৮২ টি হিন্দু ও ১৯ টি মুসলিম নবদম্পতি এই অনুষ্ঠানে অংশ নেন।
উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক ডঃ রবীরঞ্জন চট্টোপাধ্যায়, সাংসদ ডঃ মমতাজ সঙ্ঘমিতা,সাংসদ সুনীল কুমার মণ্ডল, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় , জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব, জেলা সভাধিপতি শম্পা ধারা,, বিদায়ী পৌরপতি ডঃ স্বরূপ দত্ত, জেলা পুলিশ সুপার ভাস্কর মুখ্যোপাধ্যায়, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তোফাজ্জল হোসেন সহ বর্ধমান পৌরসভার বহু বিদায়ী কাউন্সিলর ও এমসিআইসি।
প্রতি জোড়া দম্পত্তিকে সংসার করার জন্য দেওয়া হয় সোনার গহনা, হাতঘড়ি, খাট, স্টিল আলমারি, স্টিল আলনা, ৬ টি শাড়ি, ট্রলি ব্যাগ, বালতি, মগ, বাসনপত্র, টিভি, সেলাই মেশিন, সাইকেল, চেয়ার সহ সারা মাসের মুদিখানার দ্রব্য। খোকনদাস মহাশয় নিজে কন্যা সম্প্রদান করেন। উভয়পক্ষের অসংখ্য আত্মীয়দের দুবেলা ভোজনের আয়োজনও ছিল। কন্যাদায়গ্রস্থ মাতা পিতারা খোকন দাসের মানবিক স্পর্শে ধন্য হলেন।