নিজস্ব প্রতিনিধি: আজ ২৬ শে ফেব্রুয়ারি শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার শুরুর আগেই যেমন প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল সেইরকম উচ্চ মাধ্যমিকে প্রশ্ন যাতে ফাঁস না হয় সেই দিকটি মাথায় রেখে উচ্চ মাধ্যমিকে কড়া নজরদারি ব্যবস্থা রেখেছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসন।

পরীক্ষার্থীরা যাতে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্র প্রবেশ না করে তার জন্য কড়া নজরদারি রাখছে পুলিশ। সেই সাথে প্রয়োজনে বিভিন্ন কেন্দ্রে তল্লাশি করতে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকছে পুলিশ।

জানা যায় জেলায় আনুমানিক ৪৭টি  পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪,৮৯৫ জন  । ছাত্র সংখ্যা ৬৭২৭ জন। ছাত্রী সংখ্যা ৮১৬৮ জন।

জেলায় বিভিন্ন  পরীক্ষাকেন্দ্রে নিয়ে যেতে পুলিশের অসহযোগিতা নিয়ে আঙ্গুল তুলেছে পরীক্ষার্থীর অভিভাবকেরা। তাঁদের অভিযোগ উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু সকাল ১০টা থেকে, সেই অনুপাতে ছাত্রছাত্রীদের নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌছানোর জন্য তাঁদের পরীক্ষাকেন্দ্র যেতে দেরি হচ্ছে রাস্তায় যানজটের  দরুন।

অভিযোগ,  কোনও হুঁশ নেই ট্রাফিক পুলিশের।  টোটো নিয়ন্ত্রণেরও কোন ব্যবস্থা নেয়নি জেলা পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here