নিজস্ব প্রতিনিধি: এই শিশুটির নাম রোহিত প্রামানিক, বয়স আট মাস। ওর ওপেন হার্ট অপারেশন হবে।
শিশুটিকে গত 30.1.19. R.N.Tagore Hospital-এ ভর্তি করা হয়েছে । শিশুটির বাবা দিনমজুর। শিশুসাথী প্রকল্প থেকে বিনামূল্যে অপারেশন করানো হবে।
যাতায়াত, থাকা, খাওয়ার জন্য যথেষ্ট অর্থ তাদের কাছে নেই। সবার কাছে আবেদন, শিশুটির সুস্হ জীবন ফিরে দিতে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন। পরিবারটি আমাদের সংস্হার কাছে সাহায্যের আবেদন করেছেন।