সৌগত মন্ডল (বোলপুর-বীরভূম) : বীরভূমের বোলপুরের মকরমপুরে বি.এম.ফাউন্ডেশন -এর উদ্যোগে ১০৬ জন প্রতিবন্ধী ভাই-বোনদের বিনামূল্যে  ট্রাই-সাইকেল, হুইল চেয়ার, ক্রাচ প্রদান করেন।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাধিপতি বিকাশ রায়চৌধুরী ,এসএসডিএ বোর্ড মেম্বার চন্দ্রনাথ বন্দোপাধ্যায়, বোলপুর থানার আইসি. সুদীপ মুখার্জী, নাট্যকার অভিষেক দত্ত, বি.এম. ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিযুষ ঘোষ, সুমিত ঠাকুর ও অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ ।

ঠিক মতো সরঞ্জাম পাওয়ায় খুব খুশি ভাই-বোনেরা। এই মহৎ কাজে সমাজের তরুণ যুবক-যুবতীরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here