গৌরনাথ চক্রবর্ত্তী,পূর্ব-বর্ধমানঃ বুধবার নবান্ন উৎসব উপলক্ষে পূর্ব-বর্ধমানের পূর্বস্থলী ২নং ব্লকের মহাদেবপুর মিলন সংঘের পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির ও হেলমেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

এদিন স্বেচ্ছায় ১২০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে আয়োজকরা জানান। রক্তদান শিবির অনুষ্ঠান ছাড়াও এদিন পথচলতি মানুষদের হেলমেটও বিতরণ করা হয়।

এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বস্থলী থানার আইসি রাকেশ মিশ্র, পঞ্চায়েত সমিতির সদস্য তাপস দে , মন্টু সেখ, পূর্ব বর্ধমান জেলা পরিষদ সদস্য বিপুল দাস সহ প্রমুখ। এলাকাবাসীরা মহাদেবপুর মিলন সংঘের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here