নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নবান্ন ঘেড়াও কর্মসূচীতে যোগদান দিল সারা রাজ্যের অস্থায়ী স্বাস্থ্যকর্মীরা।সোমবার তাঁরা এই কর্মসূচীতে যোগদান করেন।তবে নবান্ন পর্যন্ত যেতে পারেননি তাঁরা।হাওড়ার শিবপুর দীনবন্ধু কলেজের কাছেই তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ।
তারপর তাঁদের চারজনের প্রতিনিধি দল নবান্নে গিয়ে নিজেদের স্মারকলিপি জমা দিয়ে আসেন।তার মধ্যে অন্য সদস্যরা এদিন জিটি রোড অবরোধ করেন।তবে কিছুক্ষণের মধ্যেই সেই অবরোধ তুলে দেয় পুলিশ।যেটুকু জানা গিয়েছে এদিন প্রায় পাঁচশোরও বেশি স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন এই নবান্ন ঘেড়াও কর্মসূচীতে।তাঁদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল বেতনবৃদ্ধি।তাঁদের কথায় একটি শিশু জন্মানোর পর থেকে তাঁদের দায়িত্ব শুরু।অথচ তাঁদের বেতন মাত্র তিন হাজার টাকার সামান্য বেশি ।এক মহিলা স্বাস্থ্য কর্মীর কথায় তাঁদের নূন্যতম বার হাজার টাকা বেতন দিতে হবে।
তার পাশাপাশি সরকারি নিশ্চয়তা ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা কর দিতে হবে সরকারকে।এদিন এই স্বাস্থ্য কর্মীদের অবরোধের পরে জিটি রোডে সামান্য যানজট দেখা দেয়।তবে অত্যন্ত দক্ষতায় পুলিশ কর্মীরা যানজট সমস্যা কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক করে।উল্লেখ্য ওই সকল স্বাস্থ্যকর্মীদের দাবিদাওয়া বিবেচনা করে দেখার আশ্বাসও মেলে সরকারি তরফ থেকে বলে জানা গিয়েছে।