অর্ণব মৈত্রঃ হাড়োয়ার মাজমপুরে তৃণমূলের ব্রিগেড এর প্রস্তুতি জনসভার ৩৬ ঘণ্টা কাটতে না কাটতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল।
শনিবার সকাল ১২টা নাগাদ হাড়োয়া ব্রিজের কাছেই তৃণমূলের দু’পক্ষ সশস্ত্র অবস্থায় একে অপরের উপরে ঝাপিয়ে পড়ল।
ঘটনাস্থলে হাড়োয়া থানার পুলিশ সহ রয়েছে র্যাফ ও কম্ব্যাট ফোর্স। এই ঘটনার জেরে হাড়োয়া বাজার সংলগ্ন স্থানে যে যার মতো দোকানপাট বন্ধ করে পালাতে শুরু করে। এই গোষ্ঠী সংঘর্ষের আঁচ পাওয়া গিয়েছিল মাজমপুরে তৃণমূলের প্রস্তুতি সভার মধ্য দিয়ে।
ব্লক স্তরের তৃণমূলের নেতা ছাড়া জেলার কোন নেতা এই মঞ্চে উপস্থিত ছিল না। একে অপরকে নিয়ে বিষোদগার করে, কুৎসিত ভাষায় গালিগালাজ করা হয়। এই ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।
ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে। ঘটনার জেরে এলাকা উত্তপ্ত হয়ে গিয়েছিল দু’পক্ষ, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।