সৌগত মন্ডল, (রামপুরহাট-বীরভূম) : গতকাল বীরভূমের রামপুরহাটে হনুমানের তান্ডবে নাজেহাল আইনজীবী থেকে শুরু করে বিচারপ্রার্থীরা ।
শহরবাসীরা আতঙ্কিত। হাজার চেষ্টার পরেও হনুমানটিকে হাতের নাগালে পেতে ব্যর্থ হন বন দফতরের কর্মীরা। অবশেষে হনুমান ধরতে পাতা হয় খাঁচা, কিন্তু খাঁচা পেতেও লাভ হয়নি ।
জাল থেকে বেরিয়ে পালিয়ে যায় হনুমানটি। বেশ কয়েকজনকে আঁচরে দেয়। ঘটনটি ঘটেছে বীরভূমের রামপুরহাট আদালত চত্বরে ।