গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: শনিবার জনস্বাস্থ্য বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হল কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সভা কক্ষে। ।
সভায় উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং ব্লকের জয়েণ্ট বিডিও তুহিন মণ্ডল,কাটোয়া ২ নং ব্লকের এ পি ও বিচিত্রকৃষ্ণ খাঁ, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, উপপ্রধান তপন হাজরা,পঞ্চায়েতের সচিব রাধাচরণ প্রধান,পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীন পাল,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শিশির লাহা,পঞ্চায়েতের সহায়ক দীপক দে সহ পঞ্চায়েত সকল সদস্যরা।