নিজস্ব প্রতিনিধি: এস এস বি 53 ব্যাটালিয়ন ও বনদপ্তর হ্যামিলণ্টণগঞ্জ রেঞ্জে অভিযান চালিয়ে হাতির দাঁত সহ দুজনকে গ্ৰেপ্তার করল।
অভিযান চালিয়ে হাসিমারা এলাকা থেকে বাবু ফুঙছো ও চন্দ্রা লাঙটি আসাম করবি আংলোঙ এর বাসিন্দাদের চারটি হাতির দাত সহ গ্ৰেপ্তার করা হয় ।
উদ্ধারকৃত হাতিরদাঁত ও অভিযুক্তদের হ্যামিলণ্টণগঞ্জ বনদপ্তর হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানান এস এসবি 53 ব্যাটালিয়ান কমাণ্ডেণ্ট অরবিন্দ কুমার