নিজস্ব প্রতিনিধি : মালদার কালিয়াচক থানার মধুঘাট এলাকায় পুকুরের পাহারাদার খুন হয়েছেন। ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
জানা গিয়েছে মৃত নাম ইদু শেখ (৬৫)। বাড়ি কালিয়াচক থানার নাজিরপুরের চামাগ্রাম এলাকায়। পরিবারের সদস্যরা জানায় দীর্ঘদিন ধরেই ওই পুকুরটিতে যোগানদারের কাজ করে ইদু শেখ। শুক্রবার বাড়ি থেকে পুকুর যোগানের জন্য সেখানে যান।
আজ সকালে স্থানীয়রা পুকুরের মধ্যেই মৃতদেহ ভাসতে থাকে। পরিবারের সদস্যরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। মৃতের ঘারে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের দাবি ওই পুকুরটিতে প্রায়ই মাছ চুরি হয়। সেই মাছ চুরিতে এর আগে বাধা দিয়েছিলেন তিনি। তা নিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয়েছিল।
মাছ চুরির দেখে ফেলায় হয়তো তাকে খুন করে জলে ফেলে দিয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবারের সদস্যরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।