অর্ণব মৈত্রঃ সদ্য বিবাহিত গৃহবধূকে গলায় ওড়নায় ফাস দিয়ে খুনের অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করল পুলিশ।ওই সদ্য বিবাহিত মৃত গৃহবধূর নাম কল্যানী বসু(২৬)।অভিযুক্ত স্বামীর নাম সুদীপ্ত বসু।তাকে শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়।
ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় বসিরহাটের বাদুড়িয়া থানার আরশুল্লাহ মাঝের পাড়া এলাকায় ।এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত দুই মাস আগে বিয়ে হয় বাদুড়িয়ার কৃর্তীপুর নিবাসী কল্যানী বসুর সঙ্গে বাদুড়িয়ার আরশুল্লাহ এলাকার শ্যামল বসুর ছেলে সুদিপ্ত বসুর।সুদীপ্ত পেশায় মুরগী ব্যাবসায়ী ।
মেয়ের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, বিয়েতে সোনার গয়না, আসবাবপত্র এবং নগদ কয়েক হাজার টাকা দেওয়া হয়েছিল। তার পরেও আবার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসার জন্য,কল্যানীর উপর অত্যাচার চালানো হতো শ্বশুরবাড়িতে।কল্যানীর মা, শীপ্রা অধিকারি কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে গত বুধবার আমার বাড়িতে এসেছিল, ওইদিন আমার কাছ থেকে পাচশ টাকা ধার করে নিয়ে যায়, বলে মা আমি আবার দিয়ে দেব তোমাকে। কয়েক দিন আগে আমার জমি বেচে দিতেও বলে,সম্পত্তি হাতানোর লক্ষ্যে ।
আজ না দেওয়ায় আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা। তবে স্বামী সুদীপ্ত দাবি করেন, আমি বাড়িতে ছিলাম না,বাড়িতে এসে শুনি আমার স্ত্রী এই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে ।
আমার মা একাই বাড়িতে ছিল, বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। আমার উপরে অভিযোগ করা হচ্ছে এটা ভিত্তিহীন।