নিজস্ব সংবাদদাতা, নদিয়া : প্রায় দশ কেজি গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করল করিমপুর থানার পুলিশ।ঘটনাটি নদিয়ার করিমপুর বাস স্ট্যান্ড এলাকায়। ধৃত মহিলার নাম বৃথিকা বিবি( ৩৩)। বাড়ী জলঙ্গি থানার বিদুপুর এলাকায়।
ওই মহিলা কে সন্দেহজনক ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে জিজ্ঞাসা বাদ শুরু করে কর্মরত পুলিশ কর্মীরা। এবং তার কাছ থেকে নয় কেজি সাতশো পঞ্চাশ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
এরপর ওই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হওয়া গাঁজা ওই মহিলার জামা কাপড় ও বাক্সের মধ্যে লুকানো ছিল বলে জানা গিয়েছে পুলিশ সুত্রে।
অন্যত্র পাচার করার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার সাথে কারা কারা জড়িত আছে এবং কোথা থেকে এই গাঁজা গুলো এলো ও কোথায় পাচার করা হচ্ছিল তার সন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।
ধৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বার তাকে আদালতে হাজির করবে পুলিশ।