সৌগত মন্ডল,রামপুরহাট-বীরভূম:আজ আর্ন্তজাতিক নারী দিবস এ বীরভূমের এক অনন্যা নারী গৌরী হাজরা। ২০১৩ সালে তাঁর বিয়ে হয় দুর্গাপুর অঞ্চলে,কিন্তু পারিবারিক অশান্তির জন্য সে শুশুরবাড়ি ছেড়ে চলে আসেন বাবার বাড়িতে।
তখন তিনি ছিলেন অন্তঃসত্বা। তারপর প্রথমে প্লাস্টিকের বোতল কুড়িয়ে ট্রলিতে করে বাড়ি নিয়ে আসতেন ও সেগুলিকে পরে বিক্রি করতেন। এ বছর তিনি একটা টোটো কিনে নিজেই চালাচ্ছেন।