নিজস্ব প্রতিনিধি : সোমবার ভোরবেলা শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ার ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে গরু পাচার করার করার আগেই গরু সহ দুই বাংলাদেশীকে গ্রেফতার করল বিএসএফ জওয়ানরা।
জানা গিয়েছে যে এদিন ভোরবেলা সীমান্তে টহল দিচ্ছিলেন বিএসএফের জাওয়ানরা। এরপর তারা দেখতে পান যে দুজন ব্যক্তি গরু নিয়ে সীমান্ত পার করার চেষ্টা করছে। এবং সেই সময় ধরে ফেলেন জাওয়ানরা। এরপর ধৃতদের ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেন।
অপরদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ধৃতদের নাম মহম্মদ আশরাফুল ও মহম্মদ কালাম। ধৃত দুজনই বাংলাদেশের বাসিন্দা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখছে ফাঁসিদেওয়া থানার পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।