গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়াঃ মঙ্গলবার কাটোয়া ২ নং ব্লক প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে ১৬ জন উপভোক্তাদের প্রত্যেককে ৫ টি করে মোট ৮০টি বাংলার কালো ছাগল প্রদান করা হয় ।

প্রত্যেককে প্রদেয় ৫টি ছাগলের মধ্যে ৪টি স্ত্রী ছাগল এবং আগামী দিনে প্রজননের জন্য ১ টি পুরুষ ছাগল । এছাড়া বিজ্ঞান সম্মত ভাবে ছাগল পালনের লক্ষ্যে উপভোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয় ।

এই উপলক্ষ্যে জগদানন্দপুর পঞ্চায়েতের আখড়া সমবায় সমিতির প্রাঙ্গণে আয়োজিত সভায়   প্রাণী সম্পদ বিকাশের খুঁটিনাটি নিয়ে আলোচনা হয় ।

সেখানে উপস্থিত ছিলেন   কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, সহ সভাপতি জাগু প্রধান, কাটোয়া ২নং ব্লকের প্রাণী সম্পদ বিকাশ আধিকারিক ডাঃ জয়কিংকর মান্না এবং অন্যান্যরা।

২ নং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুব্রত মজুমদার তাঁর ভাষণে বলেন, বর্তমানে রাজ্য সরকার প্রাণী সম্পদ বিকাশ দফতরের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে গ্রামের গরিব মানুষদের স্বনির্ভর করার লক্ষ্যে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহন করছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here