নিজস্ব প্রতিবেদন: তৃণমূল কংগ্রেস গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালিরোকে দলের সর্বভারতীয় সহ-সভাপতি হিসেবে নিযুক্ত করলেন । আজ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফে একটি ট্যুইট করে এই কথা জানানো হয়েছে। ২৯ শে সেপ্টেম্বর গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহ ও তার কয়েজন ঘনিষ্ট কে নিয়ে তৃনমূল কংগ্রেসে যোগদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌগত রায় ,সুব্রত মুখোপাধ্যায় ,অভিষেক বন্দ্যোপাধ্যায়। আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগ দেওয়ার আগে তিনি নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও দেখা করেছিলেন। গোয়া’য় দু দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি। আবার কংগ্রেসের ত্রিপুরা উত্তর-পূর্বের একাধিক রাজ্য পর্যবেক্ষকের দায়িত্ব সামলেছেন তিনি।
তৃণমূল কংগ্রেসে যোগদানের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন লুইজিনহো। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি পদে নিযুক্ত হলেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। সামনেই গোয়ার বিধানসভা নির্বাচন তার আগে পায়ের তলার মাটি শক্ত করতেই এই পদক্ষেপ নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মনে করছে রাজনৈতিক জীবনে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীর মানুষের জন্য যে কাজ ও অভিজ্ঞতা রয়েছে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আরও উচ্চতার শিখরে পৌঁছবে। জাতীয় রাজনীতির মানচিত্রে পায়ের তলার জমি শক্ত করতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে বড়োসড়ো পা ফেলতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। উত্তরবঙ্গ সফরে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো গোয়ায় যেতে পারেন। তার আগেই দলের তরফ থেকে ঘোষণা করে দেওয়া হল দলের সর্বভারতীয় সহ-সভাপতি হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো।