গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া : সর্ব্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় কাটোয়ার ইসলামপুর জি এন বি ইনস্টিটিউটশনের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণে নিয়ে যাওয়া হয়েছে বর্ধমান সায়েন্স সেণ্টারে।
সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর ৯০ জন পড়ুয়ার সঙ্গে গাইড হিসাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ৫ জন শিক্ষক যান। প্রধান শিক্ষক রামজীবন হাজরা
বলেন, এই ধরনের ভ্রমণের মধ্য দিয়ে ছেলেমেয়েরা উপকৃত হবে। শিক্ষামূলক ভ্রমণের মধ্য দিয়ে ছেলেমেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ যেমন বাড়ে,তেমনি একঘেয়েমিও কাটে।
ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের মধ্য দিয়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করা যায়। ছাত্র-ছাত্রীরা এই শিক্ষামূলক ভ্রমণে খুবই খুশী।