সৌগত মন্ডল, রামপুরহাট : তপশীলি ছাত্রীর শিক্ষা জীবন শেষ করতে চেয়েছিলেন হে তমপুর রাজ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ৷ছাত্রীর নাম ছুটকি বাউরী ,পিতা উৎপল বাউরী ৷এ বছরে ছাত্রীটি মাধ্যমিক পরীক্ষায় পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হবার জন্য ক্যারেক্টার সার্টিফিকেট আনতে গিয়েছিল প্রধান শিক্ষিকার কাছে ৷ কিন্তু তাকে ঐ সার্টিফিকেটে এ এমন কিছু লিখেছিল যে ,সে কোনো স্কুলে ভর্তি না হতে পারে ৷অপরাধ ছিল একটাই ঐ স্কুলের সাংসদ তহবিলের টাকা তছরুপের কারণে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করে ছাত্রীটির বাবা।
শিক্ষিকা এর প্রতিশোধ নিতে চায় ছাত্রীটির উপর ,এমনটাই আভিযোগ তুলচ্ছে ছাত্রীর বাবা ৷ তবে কি বাবা প্রতিবাদ কারায়, মেয়ের প্রতি প্রতিশোধ নিচ্ছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা?
হেতমপুর বিজেপি পক্ষের(শক্তিকেন্দ্র প্রমূখ শম্ভুনাথ ব্যানার্জী ,এবং পাপু মিত্র,বিভাস দত্ত,ভম্বল দাস)নেতৃত্বে স্কুলে প্রতিবাদ জানাই ,অবশেষে প্রধান শিক্ষিকা নত স্বীকার করে এবং সঠিক সার্টিফিকেট দেয় ছুটকি বাউরীকে ৷এর ফলে সে স্কুলে ভর্তি হতে পারে ৷