বিশেষ সংবাদদাতা : ঘরে ফিরলেন মৃতা। এক বছর পর। কেউ ভাবছে ভুত। কেউবা ভাবছে, সম্পত্তির লোভে ঘরে এসেছে অন্য কেউ। না কোনও বাংলা সিনেমার চিত্রনাট্য নয়।

ঘটনাটি বাস্তব। আপাতত গোটা ঘটনার রহস্য ভেদ করতে তৎপর পাতিয়ালা পুলিশ।

ডিসেম্বর ২০১৭, পাতিয়ালা মূল সড়কের ধারে বস্তা বন্দি এক যুবতীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয় এক পরিবার দাবি করেন, তাদের নিখোঁজ মেয়ে নয়নার দেহ বলে। ময়না তদন্তের পর পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়া হয়। মৃতদেহ সৎকার, শ্রাদ্ধ সবই হয়েছিল নিয়ম মাফিক।

ময়না তদন্ত রিপোর্ট এ জানা যায়, ধর্ষণ করে ধরলো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছিল মৃতা যুবতী কে। আঘাতের ফলে মুখ দেখে চেনা যাচ্ছিল না। নয়নার পরিবার জামা ও চুড়ি দেখে মৃত দেহ সনাক্ত করে।

পরিবারে অভিযোগের ভিত্তিতে, নায়নার পরিচিত এক ট্রাক চালকের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা শুরু করে পুলিশ।

সেই ট্রাক চালক প্রেমিকের হাত ধরে নয়না ঘরে ফিরেছে। প্রথমে বিশ্বাস না করতে পারলেও, ফিরে আসা যুবতী নয়না তা মেনে নিয়েছে পরিবার, পাড়া প্রতিবেশী সবাই।

কিন্তু পুলিশের স্বস্তি নেই। তারা খোঁজ করছে কে ওই মৃত তরুণী। পাশাপাশি নয়না ও তার প্রেমিক কে জিজ্ঞাসাবাদ চলছে।
কোথায় ছিল তারা এক বছর। কেন তারা আত্মগোপন করেছিল?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here