সৌগত মন্ডল,বীরভূম: আজ দুপুরে পথ দুর্ঘটনাটি ঘটেছে রানীগঞ্জ-র মোর নামের এক গ্রামের ৬০ নম্বর জাতীয় সড়কে। মৃতের নাম রামপ্রসাদ দত্ত (৫০)। তার বাড়ি বীরভূমের রামপুরহাটের হাটতলা পাড়ায় ।
ঘাতক গ্যাস ট্যাঙ্কার ও তার চালককে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ । সাধারণ মানুষের প্রশ্ন উঠছে একটাই, এই একমাসের মধ্যে এতোগুলো পথ দুর্ঘটনা ঘটার পরেও প্রসাশনের কোনো হেলদোল নেই কেন?