সৌগত মন্ডল, রামপুরহাট-বীরভূম: বুধবার দুপুরে রান্নার গ্যাস শেষ হয়ে যাওয়ায়, অন্য একটি গ্যাসের সিলিন্ডার লাগানোর পরেই ,ওই সিলিন্ডার থেকে গ্যাস লিক হয়ে বাড়িতে আগুন লাগে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ২নং ব্লকের মাড়গ্রাম থানার অন্তর্গত বসোয়া গ্রামের বাবলু দাসের বাড়িতে। বাবলু দাসের স্ত্রী রিনা দেবী জানাই, “আমি সবে মাত্র ভাতের চাল চাপিয়েছি, হঠাৎই সিলিন্ডারে আগুন ধরে যায়। দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে এবং চারিদিকে ছরিয়ে পড়ে ঘরের।
আমি তখন চিৎকার করে পাড়ার লোকজনদের ডাকি, সবাই ছুটে আসেন এবং বালি দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করেন। দুর্ঘটনা ঘটার সময় বাড়ির ভিতরে, আমার স্বামী, মেয়ে, শ্বশুর-শ্বাশুরী সবাই ছিলেন”। আগুনের তাপে ইলেকট্রিক তার, ফ্যান, লাইট সহ বেশ কিছু আসবাসপত্র পুড়ে যায়।