মালদা- মালদার চাঁচল থানর চন্দ্রপাড়া অঞ্চলে খানপুর এলাকায় গ্যাস সিলিন্ডার লিক করে মৃত্য এক গৃহ বধু।
এলাকা সুত্রে খবর শুক্রবার রাতে ইমদাদুল হকের স্ত্রী তাইবা বিবি রান্না করছিলেন সে সময় গ্যাস সিলিন্ডার হঠাৎ লিক করে সাড়া শরীলে আগুন ধরে যায় সে সময় তাইবা বিবি চিৎকার সুনে এলাকার বাসিন্দা ছুটে আসে তরিঘরি তাকে মালদা মেডিকেল হসপিটালে পাঠানো হয় |
সেখানে তাইবা বিবির মৃত্য হয় স্বামী ভিন্ন রাজ্যে শ্রমিকে এর কাজ করেন। চাঁচল থানা কি ভাবে ঘটল এই ঘটনা তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।