নিজস্ব প্রতিনিধি , পুরন্দরপুর (বীরভূম) : দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় মৃত্যু হল চালক সহ দুজনের। আহত হন পাঁচ জন। দূর্ঘটনার সময় পিছন থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়৷ ঘটনাটি ঘটেছে সিউড়ি যাওয়ার রাস্তায় একডালা মোড়ে।

পুলিশ ঘটনাস্থলে আসতে দেরি করায় বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। পুলিশকে তাড়াও করে ক্ষিপ্ত মানুষজন।
সিউড়ি থেকে বোলপুর, সাঁইথিয়া যাওয়ার রাস্তায় একডালা মোড়ের কাছে দুটি গাড়ির মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় এক চালক সহ দুজনের ।

সিউড়ি থানার পুলিশ দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়, এই অভিযোগে বিক্ষোভ দেখাতে শুরু করে উত্তেজিত জনতা। ক্ষিপ্ত জনতা পুলিশকে তাড়া করে৷ জনতার তাড়া খেয়ে গাড়ি পিছনে নিয়ে পালাতে হয় পুলিশকে। পরে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স এসে পরিস্থিতি সামাল দেয়।

মৃতদেহ গুলি ময়না তদন্তের জন্য ও আহতদের চিকিৎসার জন্য সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়। যদিও, আহত ও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here