নিজস্ব প্রতিনিধি : গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে আলিপুরদুয়ার জেলার বারোবিশা এলাকা থেকে একটি অয়েল ট্যাংকারের ভিতর থেকে 717 কেজি গাঁজা উদ্ধার করল কুমারগ্রাম থানার পুলিশ।
অরুণাচল প্রদেশ থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এই বিপুল পরিমাণ গাঁজা। উদ্ধার করা গাঁজার বর্তমান বাজার মূল্য আনুমানিক 22 লক্ষ টাকা। গ্রেফতার গাড়ি চালক। আজ আলিপুরদুয়ার এ সাংবাদিক সন্মেলন করে একথা জানান এস ডিপিও ওয়াই এস জগনাথন রাও।