নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: রবিবার সকালে শহরের এক নম্বর ওয়ার্ডের একটি বেসরকারি সংস্থার জমিতে ১৬ প্যাকেট গাঁজা পাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্যে ছড়াল কোচবিহারে । স্থানীয় বাসিন্দারা ওই বেসরকারি সংস্থার কর্তাদের গাঁজা পড়ে থাকার খবর জানান ।
পরে ওই বেসরকারি সংস্থা পুলিশকে গোটা বিষয়টা জানিয়ে দেয় । পরে কোতওয়ালি থানার পুলিশ এসে গাঁজার প্যাকেটগুলো থানায় নিয়ে যায় ।
- পুলিশের একাংশের ধারনা সম্প্রতি কোচবিহার আদলতের পুলিশি গুদাম থেকে গাঁজা চুরির ঘটনার সাথে রবিবারের পাওয়ার গাঁজা প্যাকেটের মিল রয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ ।