তারাশঙ্কর গুপ্ত,বেঙ্গল ওয়াচ: জয়চন্ডী পাহাড়ে শুরু হয়েছে ত্রয়োদশ বর্ষ পর্যটন উৎসব চলছে ।নব সাজে সেজে উঠেছে জয়চন্ডী ।কয়েক হাজার মানুষ ভিড় জমিয়েছেন ।

একদিকে পর্যটন মেলা, অন্যদিকে শিশুদের জন্য রয়েছে হীরক রাজার দেশে পার্ক।

অনেকেই মেতে উঠেছেন পিকনিকে।এখানে এসে আপনি নিতে পারেন পাহাড়ে চড়ার আনন্দ ।পাঁচশো সিঁড়ি উঠলেই পাহাড়ের উপর রয়েছে মা চন্ডী মাতার মন্দির ও বজরংবলীর মন্দির। শুধু পুরুলিয়া,বাঁকুড়া,বর্ধমান নয়,সুদূর কোলকাতা থেকে ও এসেছেন প্রচুর পর্যটক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here